ভক্তিসিদ্ধান্ত-বিচারমুখে গৌরবন্দনা :—
শ্রীচৈতন্যপ্রভুং বন্দে বালোঽপি যদনুগ্রহাৎ ৷
তরেন্নানামতগ্রাহব্যাপ্তং সিদ্ধান্তসাগরম্ ৷৷ ১ ৷৷
যাঁহার অনুগ্রহে অজ্ঞ ব্যক্তিও নানা মতবাদরূপ কুম্ভীরাদি পরিপূর্ণ সিদ্ধান্ত-সমুদ্র অনায়াসে উত্তীর্ণ হয়, সেই শ্রীচৈতন্যপ্রভুকে বন্দনা করি ।
যদনুগ্রহাৎ (যস্য কৃপয়া) বালোঽপি (অনভিজ্ঞোহর্ভকোহপি) নানামতগ্রাহব্যাপ্তং (ঔলুক্যজিন-বুদ্ধ-জৈমিনি-পতঞ্জলি-গৌতম-কণাদ-কপিল-শঙ্কর-দত্তাত্রেয়-কথিত-মিথো-বিবদমান-নক্ৰমকর-প্রতিম-জড়স্বার্থ-সঙ্কুল-মতবাদপূর্ণং) সিদ্ধান্তসাগরং (বিচারসমুদ্রং) তরেৎ (তেষাং সঙ্কীর্ণমতবাদানি তৃণীকৃত্য অমলং কৃষ্ণচরণং জানাতি) [তং] শ্রীচৈতন্যপ্রভুং [অহং] বন্দে ।