Normal view
In advanced view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ১৭

Language: বাংলা
Language: English Translation
  • বেণুস্বনৈঃ (বংশীধ্বনিভিঃ) গোপীঃ (ব্রজগোপবধূঃ) কর্ষন্ (কৃষ্ণেতরবাসনাঃ শিথিলীকুর্ব্বন্ গৃহাৎ বংশীনিনাদরূপপ্রেমরজ্জুবলেন আনয়ন্) শ্ৰীমান্ (পরমশোভাময়বিগ্রহঃ) রাসরসারম্ভী (রাসরসপ্রবৰ্ত্তকঃ) বংশীবটতটস্থিতঃ (বংশীবটতরোর্মূলে অবস্থিতঃ সন্ স্বচ্ছন্দং বিহরতি সঃ) গোপীনাথঃ নঃ (অস্মাকং) শ্রিয়ে (প্রেমসম্পত্ত্যৈ) অস্তু (ভবতু)।

    নিজাভীষ্ট প্রয়োজনাধিদেবের প্রণাম :—

    শ্রীমান্ রাসরসারম্ভী বংশীবটতটস্থিতঃ ।
    কর্ষন্‌ বেণুস্বনৈর্গোপীর্গোপীনাথঃ শ্রিয়েহস্তু নঃ ॥ ১৭॥

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    রাসরস-প্রবর্ত্তক বংশীবট-তটস্থিত শ্ৰীমদ্‌গোপীনাথ বেণুধ্বনিদ্বারা গোপীগণকে আকর্ষণ করিতেছেন। তিনি আমাদের মঙ্গল বিধান করুন্‌।

    বেণুস্বনৈঃ (বংশীধ্বনিভিঃ) গোপীঃ (ব্রজগোপবধূঃ) কর্ষন্ (কৃষ্ণেতরবাসনাঃ শিথিলীকুর্ব্বন্ গৃহাৎ বংশীনিনাদরূপপ্রেমরজ্জুবলেন আনয়ন্) শ্ৰীমান্ (পরমশোভাময়বিগ্রহঃ) রাসরসারম্ভী (রাসরসপ্রবৰ্ত্তকঃ) বংশীবটতটস্থিতঃ (বংশীবটতরোর্মূলে অবস্থিতঃ সন্ স্বচ্ছন্দং বিহরতি সঃ) গোপীনাথঃ নঃ (অস্মাকং) শ্রিয়ে (প্রেমসম্পত্ত্যৈ) অস্তু (ভবতু)।

Page execution time: 0.0581419467926 sec