Normal view
In advanced view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ১৬

Language: বাংলা
Language: English Translation
  • Introduction ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    জ্যোতির্ম্ময়-শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষতলে রত্নমন্দিরস্থ সিংহাসনের উপরে অবস্থিত শ্রীশ্রীরাধাগোবিন্দকে প্রিয়সখীগণ সেবা করিতেছেন। আমি তাঁহাদিগকে স্মরণ করি।

    দীব্যদ্‌বৃন্দারণ্য-কল্পদ্রুমাধঃ (দীব্যতি পরমোৎকৃষ্টে মনোহরে বৃন্দাবিপিনে কল্পবৃক্ষস্য অধোমূলে) শ্রীমদ্‌রত্নাগারসিংহাসনস্থৌ (পরমশো ভাময়রত্নালয়াভ্যন্তরে রত্নসিংহাসনাবস্থিতৌ) প্ৰেষ্ঠালীভিঃ (সেবাপরাভিঃ শ্রীরূপমঞ্জৰ্য্যাদি-পরিবৃতশ্রীললিতাদিপ্রিয়নৰ্ম্মসখীভিঃ) সেব্যমানৌ শ্রীশ্রীরাধা-শ্রীলগোবিন্দদেবৌ [অহং] স্মরামি ।

    নিজাভীষ্ট অভিধেয়াধিদেবের প্রণাম :—

    দীব্যদ্‌বৃন্দারণ্যকল্পদ্রুমাধঃ
    শ্রীমদ্‌রত্নাগারসিংহাসনস্থৌ
    শ্রীশ্রীরাধা-শ্রীলগোবিন্দদেবৌ 
    প্ৰেষ্ঠালীভিঃ সেব্যমানৌ স্মরামি ॥ ১৬ ॥

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    জ্যোতির্ম্ময়-শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষতলে রত্নমন্দিরস্থ সিংহাসনের উপরে অবস্থিত শ্রীশ্রীরাধাগোবিন্দকে প্রিয়সখীগণ সেবা করিতেছেন। আমি তাঁহাদিগকে স্মরণ করি। prev_btn

    জ্যোতির্ম্ময়-শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষতলে রত্নমন্দিরস্থ সিংহাসনের উপরে অবস্থিত শ্রীশ্রীরাধাগোবিন্দকে প্রিয়সখীগণ সেবা করিতেছেন। আমি তাঁহাদিগকে স্মরণ করি। prev_btn

Page execution time: 0.0370349884033 sec