দেবানন্দ ইথে না করিল নিবারণ।
গুরু যথা অজ্ঞ, সেইমত শিষ্যগণ ॥
বর্তমানকালে অনেকে দয়ার্দ্র শুদ্ধভক্তগণের কীর্তনমুখে প্রচার-প্রণালী দর্শন করিয়া বলিয়া থাকেন যে, গৃহে বসিয়া নির্জনে উপাসনা করাই শ্রেয়ঃ । কীর্তনমুখে প্রচার করিতে গেলে অহঙ্কার, দম্ভ ও নানাবিধ বিপৎপাত উপস্থিত হয় কিন্তু এক্ষেত্রে দেবানন্দ পণ্ডিতের ন্যায় ভক্তিবিষয়ে অনভিজ্ঞ থাকিলে এবং ভক্তির প্রচার না করিলে অপরাধ ঘটে,—ইহাই এই লীলার উদ্দেশ্য। ভক্তির দুর্ভিক্ষ জগতের প্রত্যেক অনুষ্ঠানে দেখা যায়, কিন্তু তাহার নিবারণ-কল্পে কীর্তন না করিলে অপরাধ স্পর্শ ঘটে।