মহাপ্রভু কর্তৃক দেবানন্দ-সমীপে শ্রীবাসের ভাগবতশ্রবণআখ্যায়িকা বর্ণন ও তাচ্ছ্রবণে শ্রীবাসের প্রেমবিকা—
শ্রীবাসেরে বলে,—“আরে পড়ে তোর মনে। ভাগবত শুনিলি যে দেবানন্দ-স্থানে ॥