নানাবিধ প্রচুর সন্দেশ দেই আনি'।শ্রীহস্তে লইয়া প্রভু খায়েন আপনি ॥
সন্দেশ,—বর্তমানকালে ছানার নির্মিত শুল্ক মিষ্টিদ্রব্যবিশেষকে ‘সন্দেশ’ বলা হয়। কিন্তু এই স্থলে ‘সন্দেশ’-শব্দ বিবিধ প্রকার মিষ্টদ্রব্যকে লক্ষ্য করিয়া উক্ত হইয়াছে।