বৈষ্ণবগণের মনোভিলাষ-সিদ্ধিপ্রদ চৈতন্যের মহাপ্রকাশ—
এবে শুন চৈতন্যের মহা-পরকাশ।যঁহি সর্ব-বৈষ্ণবের সিদ্ধি-অভিলাষ ॥
শ্রীচৈতন্যদেবের মহাপ্রকাশের বর্ণন শ্রবণ করিলে সকল বৈষ্ণবের অভীষ্ট পূর্ণ হয়।