বৈষ্ণবের দাস-দাসীগণে তাহা পূজে।
এই মত ফল হয়, বৈষ্ণবে যে ভজে ॥
বৈষব বাহ্যতঃ অকিঞ্চন। সেই অকিঞ্চনের সেবক দাসদাসীগণ বহির্দৃষ্টিতে তদপেক্ষা দরিদ্র বলিয়া সাধারণে বিচার করেন। কিন্তু বৈষ্ণবের আরাধ্য বিষ্ণু—বৈষ্ণবের সম্পত্তি হওয়ায় বৈষ্ণবের দাসদাসীগণ সেই সর্বাকাঙক্ষ্য সম্পত্তি পূজা করিবার অধিকার লাভ করেন।