দিব্য গন্ধ আনি’ কেহ লেপে শ্রীচরণে।
তুলসীকমলে মেলি’ পূজে কোন জনে ॥
‘গন্ধ’,—“চন্দনাগুরুকর্পূরপঙ্কং গন্ধমিহোচ্যতে’’ (—শ্রীহরিভক্তিবিলাস ৬/১১৪-ধৃত আগমবাক্য) অর্থাৎ চন্দন, অগুরু, কর্পূরপঙ্ক—এই সমস্তের নাম গন্ধ; অথবা “কস্তুরিকায়া দ্বৌ ভাগৌ চত্বারশচন্দনস্য তু। কুঙ্কুমস্য ত্রয়শ্চৈকঃ শশিনঃ স্যাচ্চতুঃসমম্॥ কর্পূরং চন্দনং দর্পঃ কুঙ্কুমঞ্চ চতুঃসসম্ । সর্বং গন্ধমিতি প্রোক্তং সমস্তসুরবল্লভম্॥’’(—শ্রীহরিভক্তিবিলাস ৬/১১৫-ধৃত গারুড়- বচন) অর্থাৎ দুইভাগ কস্তুরী, চারিভাগ চন্দন, তিনভাগ কুঙ্কুম ও একভাগ কর্পূর-—এই চারি দ্রব্য একত্র করিলেই তাহাকে ‘গন্ধ’ বলা যায়। উহা নিখিল দেবগণের প্রিয়।
মেলি’—(‘মিলি্’ ধাতুজ) মিশ্রিত করা, মিশা।