জয় জয় বিপ্রকুলপাবন-ভূষণ। জয় বেদ ধর্ম-আদি সবার জীবন ॥
শ্রীগৌরহরি —বিশুদ্ধ সত্ত্বময় ও পরম স্নিগ্ধ। তিনি মূর্তিমান্-বেদধর্ম, সকল জীবের জীবনস্বরূপ এবং ব্রাহ্মণ কুলের পরম পবিত্র অলঙ্কার।