জয় জয় ক্ষীরসিন্ধু-মধ্যে গোপবাসী।
ভ্রম হায় ভক্ত-হেতু প্রকট বিলাসী ॥
ক্ষীরোদকশায়ী ব্যষ্টি-বিষ্ণুপ্রতীতি গোপকুলের অধিবাসি সূত্রে মূল আকর-বস্তু ব্রজেন্দ্র-নন্দনই গৌরহরি। তিনি তাঁহার নিজ সেবা-প্রকটনাভিলাষে ভক্তগণের নিকট গৌরলীলা ব্যক্ত করিয়াছিলেন। পাঠান্তরে ‘গুপ্তবাসী’।