জয় জয় বেদ-ধর্ম সাধুজনত্রাণ।
জয় জয় আব্রহ্ম-স্তম্বের মূল-প্রাণ ॥
সাধুগণের পরিত্রাণকারী নাম কীর্তন মূলক বেদধর্মের প্রবর্তক বিশেষভাবে জয়যুক্ত হউন। বেদবিরোধি নাস্তিক্যধর্ম অসাধুজনের পাল্য। ব্রহ্মা হইতে আরম্ভ করিয়া স্থাণু পর্যন্ত দৃশ্য জগতের মূলপ্রাণ শ্রীগৌরহরি বিশেষভাবে জয়যুক্ত হউন্।