জয় আদিহেতু, জয় জনক সবার।
জয় জয় সংকীর্তনারম্ভ অবতার ॥
শাস্ত্রে সঙ্কীর্তন-বিধির উল্লেখ থাকিলেও সাধারণ লোক জপাদি-নির্জন-সেবার পক্ষপাতী ছিলেন। কিন্তু শ্রীগৌরসুন্দর কলিযুগের অধিবাসিগণের আত্যন্তিক মঙ্গলবিধানের জন্য সঙ্কীর্তন-প্রথার উপযোগিতা প্রদর্শন করিলেন।