প্রেমনদী বহে সর্বগণের নয়নে॥
স্তুতি করে সবে, প্রভু অমায়ায় শুনে ॥
দশাক্ষর গোপালমন্ত্র—গৌতমীয় তন্ত্র ২য় অধ্যায় এবং নারদ-পঞ্চরাত্র ৩ ৩ ও ৪/৬-৮ শ্লোকসমূহ দ্রষ্টব্য।
অমায়ায় শুনে,— শ্রীগৌরসুন্দর—মায়াধীশ তত্ত্ব, সুতরাং জীবের ন্যায় মায়াবদ্ধ হইবার যোগ্যতা না থাকায় স্বীয় নারায়ণ প্রকাশে মায়িক বিচার উল্লংঘন - লীলা প্রদর্শন করিলেন।