তথাপিই তারে নাহি যমদণ্ড হয়।
হেন প্রভু সাক্ষাতে সবার জল লয় ॥
“যাবন্তি জলবিন্দুনি মম গাত্রে নিবেশয়েৎ। তাবদ্বর্যসহস্রাণি সর্বলোকে মহীয়তে॥’’ (—হঃ ভঃ বিঃ ১৯/৯৬) অর্থাৎ মদীয় দেহে যত সংখ্যক বারিবিন্দু প্রদান করিবে, তত সহস্র বর্ষ বৈকুণ্ঠলোকে বাস করিবে॥ (‘স্বর্গলোকে মহীয়তে’ ইতি বৈকুণ্ঠলোকং গচ্ছন্ পথি ইন্দ্রাদিভির্ভক্ত্যা বিশ্রমষ্য চিরমভ্যৰ্চ্যত ইত্যৰ্থঃ )।