নামমাত্র অষ্টোত্তরশত ঘট জল।
সহস্র ঘটেও অন্ত না পাই সকল ॥
স্নানবিধি শ্রীহরিভক্তিবিলাসে (১৯/৮৮) এইরূপ লিখিত আছে, —বিত্তবান্ হইলে শক্ত্যনুসারে সুবর্ণ, রৌপ্য, তাম্র, কাংস্য অথবা মৃত্তিকা-দ্বারা সহস্র, পঞ্চশত, সার্ধদ্বিশত, অষ্টোত্তরশত, চতুঃষষ্টি, দ্বাত্রিংশৎ, ষোড়শ অথবা তাহাতেও অক্ষম হইলে চারিটী কুম্ভ নির্মাণ করিয়া তদ্বারা স্নান করাইবে।