অনিন্দুক হই’ যে সকৃৎ ‘কৃষ্ণ’ বলে।
সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিব হেলে ॥
এ বৈষ্ণবাপরাধ অর্থাৎ সাধুনিন্দা-বর্জিত হইয়া নিরপরাধে একবার কৃষ্ণনাম উচ্চারণ করিলে অনায়াসে তাঁহার কৃষ্ণানুগ্রহ লাভ ঘটে এবং তিনি মায়িক নির্বুদ্ধিতা হইতে পরিত্রাণ পা’ন। শ্রীগৌর-নিত্যানন্দের সেবা ব্যতীত কাহারও বৈষ্ণবের দাস্য করা সম্ভবপর হয় না।