Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 245

Language: বাংলা
Language: English Translation
  • নিন্দায় নাহিক কার্য, সবে পাপ-লাভ।
     এতেকে না করে নিন্দা মহা-মহা-ভাগ

    মহামহাভাগ্যবন্ত বৈষ্ণবগণ বিষ্ণুভক্তিরই প্রশংসা করেন, তাঁহারা কখনও ভক্তির নিন্দা করেন না। যেসকল কপট দ্বিজিহ্ব শঠ অবৈষ্ণবতা-পরিহারকে ‘নিন্দা’ বলিয়া লোক প্রতারণা করে, তাহারা পাপে প্রমত্ত।‘জীবে দয়া’ বলিয়া যে ভক্তির অনুষ্ঠান, তাহাতে তাহাদের রুচি নাই। বিষ্ণুভক্তিহীনতা হইতে লোকসমূহকে মুক্ত করিবার জন্য যে অনুষ্ঠান, তাহাকে ‘নিন্দা’ বলিয়া মনে করা পাপ। তাদৃশ পাপিগণ পক্ষান্তরে পাপের প্রশংসা করায় বৈষ্ণব-নিন্দা করিয়া ফেলে। সুতরাং সুকৃতিসম্পন্ন বৈষ্ণবগণ বৈষ্ণবের নিন্দা করেন না। তাঁহারা পাপিষ্ঠ নহেন। যাহারা আপনাদিগকে বৈষ্ণব বলায়, তাহারা বৈষ্ণবব, সুতরাং মন্দভাগ্য ও লালী।

Page execution time: 0.0515911579132 sec