বৈষ্ণবনিন্দাবিহীনের কৃষ্ণকৃপা সুলভ—
প্রেম-ভক্তি হয় প্রভু-চরণারবিন্দে।
সেই কৃষ্ণ পায়, যে বৈষ্ণব নাহি নিন্দে ॥
যিনি ভাগবত-বৈষ্ণবের নিন্দা করেন না, যিনি বৈষ্ণবকে ‘শ্রীগুরুদেব’ বলিয়া জানেন বিষ্ণুভক্তিরহিত বাহ্যপরিচয়ে পরিচিত গুরুব্ৰুবগণের নিকট হইতে দূরে অবস্থান করেন, তাহাদের কদর্যানুষ্ঠানের বহুমান করেন না এবং জগতের কল্যাণ-কামনায় এ সকলের অকিঞ্চিৎকরতা প্রদর্শন করেন, তাদৃশ ব্যক্তির শ্রীমহাপ্রভুর পাদপদ্মে শুদ্ধভক্তিলাভ হয় এবং গৌর-নিত্যানন্দের কৃপায়। শ্রীকৃষ্ণচরণ লভ্য হইয়া থাকে।