খোলাবেচা শ্রীধর তাহার এই সাক্ষী।
ভক্তিমাত্র নিল অষ্ট-সিদ্ধিকে উপেক্ষি’ ॥
যে অষ্টসিদ্ধি, ফলকামী ইন্দ্রিয়পরায়ণব্যক্তির পরম আদরণীয় মৃগ্য বস্তু, তাহাকে অনায়াসে পদদলিত করিয়া লোক-দৃষ্টিতে দরিদ্র শ্রীধর ভক্তিযোগরূপ বর লাভ করিলেন। অপুনর্ভব, যোগসিদ্ধি, রসাধিপত্য, পারমেষ্ঠ্য প্রভৃতি সম্পদ্—অনাত্মানুভবকারী জনগণেরই প্রার্থনীয়, কিন্তু আত্মবিদের চরণাশ্রিত বৈষ্ণবের তাদৃশ প্রার্থনার অকিঞ্চিৎকরতোপলব্ধি সহজধর্ম। যাঁহারা শ্রীধরের লীলা আলোচনা করিতে সুযোগ পান, তাঁহারা এই সকল কথার প্রকৃষ্ট নিদর্শন লাভ করেন।