বৈষ্ণব চিনিতে পারে কাহার শকতি।
আছায় সকল সিদ্ধি, দেখায় দুর্গতি ॥
মূঢ়জনগণ লৌকিক-জ্ঞানের প্রমত্ত হইয়া বৈষ্ণব চিনিতে পারে না। বৈষ্ণবের সকল সিদ্ধি করতলগত, কিন্তু তিনি সিদ্ধিগুলির প্রতি উদাসীন। সুতরাং মূঢ়-দর্শনে তিনি সর্বতোভাবে দুর্গত ও ক্লিষ্ট বলিয়া লক্ষিত হন।