অহঙ্কার-দ্রোহমাত্র বিষয়েতে আছে।
অধঃপাত-ফল তার না জানয়ে পাছে ॥
শ্রীকৃষ্ণপাদপদ্মসেবা জীবমাত্রেরই একমাত্র বিষয়। কৃষ্ণের বস্তু বিষয়-ভোগ যাহাদের প্রবল, তাহারা অহঙ্কারের বশবর্তী হইয়া ভক্তিবিদ্বেষী হয়। বিষয়ে লুব্ধচিত্ত ব্যক্তি পরবর্তিকালে অধঃপতন লাভ করে। এইজন্যই ঠাকুর নরোত্তম বলিয়াছেন যে, ফলভোগবাদ—কর্মকাণ্ড ও ফলত্যাগবাদ—জ্ঞানকাণ্ড। দুইিটিই—বিষভাণ্ড । যাহাদের ঐ বিষদ্বয়ভক্ষণে প্রবল রুচি, তাহাদের জীবন অধঃপতিত হয়। কর্মকাণ্ড রত জনগণ ইন্দ্রিয়-তর্পণ-বাসনায় বিষয়ের পশ্চাতে ধাবমান হইয়া জন্ম-জন্মান্তর লাভ করেন। এবং স্বর্ণপিঞ্জরাবদ্ধ হইয়া তাৎকালিক ইন্দ্রিয় তর্পণে কৃষ্ণসেবাবৈমুখ্য সংগ্রহ করেন। উহার জীবের অধঃপতনরূপ অনাত্মবুদ্ধি।