কলা-মূলা বেচিয়া শ্রীধর পাইলা যাহা।
কোটিকল্পে কোটিশ্বর না দেখিবা তাহা ॥
৪৩২০০০ সৌ্রবর্ষে এক মহাযুগ হয় ।তাদৃশ সহস্র মহাযুগে এক কল্প হয়।তাদৃশ কালের কোটিগুণ কালাভ্যন্তরে কোটি কোটি ঐশ্বর্যের অধিকারীর যে বস্তু দুর্লভ, তাহাই সামান্য থোড়- কলা- ব্যবসায়ী দরিদ্র বিপ্রকুলোদ্ভূত শ্রীধর লাভ করিলেন।