শ্রীধরের স্তবপাঠে বৈষ্ণবগণের বিস্ময়—
মহা শুদ্ধা সরস্বতী শ্রীধরের শুনি। বিস্ময় পাইলা সর্ব বৈষ্ণব-আগনী ॥
আগনী,—শ্রেষ্ঠ, অগ্রণী।