অনন্ত ব্রহ্মাণ্ড-কোটি বহে যারে মনে।
সে তুমি শ্রীদাম-গোপ বহিলা আপনে॥
ভক্তিযোগে শ্রীদাম —শ্রীকৃষ্ণ গোপবালকগণকে আহ্বান করিয়া এক অভিনব ক্রীড়ার অভিলাষ করিলেন। এক পক্ষে রাম ও অপর পক্ষে কৃষ্ণ। তাঁহারা বাহ্য ও বাহকভাবে নানা ক্রীড়ার আচরণ করিতেন। সেই ক্রীড়ায় বিজেতৃগণ পরাজিতের স্কন্ধে আরোহণ করিতেন। কৃষ্ণ পরাজিত হইয়া শ্রীদামকে, ভদ্রসেন বৃষভকে এবং প্রলম্বাসুর বলদেবকে বহন করিতে লাগিলেন (ভাঃ ১০/১৮ অ) দ্রষ্টব্য)।