ভক্তিযোগে তোমারে বেচিল সত্যভামা।
ভক্তিবশে তুমি কান্ধে কৈলা গোপরামা ॥
ভক্তিযোগে সত্যভামা— শ্রীকৃষ্ণের দ্বারকা-লীলাকালে একদিন দেবর্ষি নারদ দেবরাজপ্রদত্ত পারিজাত-হস্তে শ্রীকৃষ্ণসমীপে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ তৎকালে রুক্মিণীর গৃহে অবস্থান করিতেছিলেন। নারদ পারিজাত পুস্পটী শ্রীকৃষ্ণকে উপহার দিলে ভগবান্ বাসুদেব উহা রুক্মিণীকে প্রদান করেন । তদ্দর্শনে নারদ রুক্মিণীর সৌভাগ্যের প্রশংসা করিয়া ‘তিনিই সমধিক স্বামি সোহাগিনী’—এই কথা জানাইলে সত্যভামার প্ৰেষ্যাগণ উহা সত্যভামার কর্ণগোচর করে। তাহাতে সত্যভামা অভিমানযুক্তা হইলে কৃষ্ণ তন্মন্দিরে গমন করেন এবং সত্যভামার মনোরঞ্জনার্থ সমগ্র পারিজাত বৃক্ষই সত্যভামার পুরীতে আনয়ন করিতে প্রতিশ্রুত হন। তৎকালে নারদ তথায় গমনপূর্বক পুণ্যক-ব্রতের বিশেষ প্রশংসা করিলে সত্যভামা তদ্ব্রতানুষ্ঠানের অভিলাষ করেন। তৎপরে অমরাবতী হইতে পারিজাত বৃক্ষ আনয়ন-পূর্বক ব্রতবিধি-অনুসারে শ্রীকৃষ্ণকে পারিজাত বৃক্ষে বন্ধন করিয়া নারদের নিকট সম্প্রদান করেন। (হরিবংশ বিষ্ণুপর্ব ৭৬ অধ্যায়)।