পূর্বে মোর স্থানে তুমি আপনে বলিলা। “তোর গঙ্গা দেখ মোর চরণ-সলিলা ॥
ভাঃ ১।১৮/২১ ও ৮ /১৯/২৮ শ্লোক আলোচ্য।