জয় জগন্নাথ শচীনন্দন চৈতন্য। জয় গৌরসুন্দরের সংকীর্তন ধন্য ॥
শ্রীগৌরসুন্দরের সঙ্কীর্তন সর্বতোভাবে শ্রেষ্ঠ। ঐ কীর্তনের বিষয়ে ভগবল্লীলা-পরাকাষ্ঠায় সর্বোত্তম আদর্শ বর্ণিত এবং সেই বর্ণনা সম্যক্ কীর্তন, তজ্জন্য তাহার তুলনা নাই।