প্রভুর ঐশ্ব-প্রকাশ ও তদর্শনে শ্রীধরের মূছা –
প্রভু বলে,-“শ্রীধর, দেখহ রূপ মোর।
অষ্টসিদ্ধি-দান আজি করি' দেঙ তোর ॥
অষ্টসিদ্ধি,-“অণিমা মহন্দ্রিয়ৈঃ । প্রাকাম্যং শ্রুতদৃষ্টেষু শক্তি প্রেরণমীশিতা॥ গুণেষ্বসঙ্গো বশিতা যৎকামস্তদবস্যতি। এতা মে সিদ্ধয়ঃ সৌম্য অষ্টাবৌৎপত্তিকা মতাঃ (—ভাঃ ১১/১৫/৪-৫)॥ অর্থাৎ শ্রীভগবান্ উদ্ধবকে বলিলেন,-“হে সৌম্য, দেহের সিদ্ধি তিন প্রকার—‘অণিমা’, ‘লঘিমা’, ইন্দ্রিয়ের তত্তদধিষ্ঠাতৃ দেবতারূপে সম্বন্ধসিদ্ধি ‘ব্যপ্তি’, শ্রুতদৃষ্টবিষয়ে ভোগদর্শন সামর্থসিদ্ধি ‘প্রাকাম্য’, মায়াশক্তির প্রেরয়িতাসিদ্ধি ‘ইশিতা,’ বিষয়ভোগে অসঙ্গসিদ্ধি ‘বশিতা’, কামনার বিষয়ীভূত সুখপ্ৰাপয়িতাসিদ্ধি ‘কামাবসায়িতা’—এই অষ্টসিদ্ধি আমার স্বাভাবিকী। “অণিমা লঘিমা ব্যপ্তিঃ কাম্য মহিমা তথা । ঈশিত্বঞ্চ তথা বশীত্বঞ্চ তথা কামাবসায়িতা ॥’’(—নারদ পঞ্চরাত্র ২ /৮/২)।