বিষ্ণুবৈষ্ণবলীলা ভগবৎকৃপা ব্যতীত দুর্জেয়—
এই লীলা লাগিয়া শ্রীধরে বেচে খোলা।
কে বুঝিতে পারে বিষ্ণু-বৈষ্ণবের লীলা ॥
গৌড়ীয় ভাষ্যবিষ্ণু-বৈষ্ণবের মুখ্য উদ্দেশ্য সাধারণ দৃষ্টিতে বোধ-গম্য হয় না। যাঁহাদের প্রতি ভগবানের কৃপা হয়, তাঁহারাই বিষ্ণু বৈষ্ণবের আনুষ্ঠানিক ক্রিয়া-সমহের যাথার্থ্য অবগত হন।