ভক্তের পদার্থ প্রভু হেনমতে খায়।
কোটি হৈলেও অভক্তের উলটি’ না চায় ॥
শ্রীধর মহাপ্রভুর ভক্ত বলিয়া তাঁহার নিকট হইতেই মহাপ্রভু বলপূর্বক অল্পমূল্যে দ্রব্য ক্রয় করিয়া শ্রীধরের সেবা গ্রহণ করিতেন; কিন্তু অভাব-রহিত ধনবান্ অভক্ত হইলে তাহার দিকে দৃষ্টিপাতও করিতেন না। গীঃ ৯/২৬ এবং ভাঃ ৭/৯/১১ শ্লোকে আলোচ্য।