প্রভু বলে,—“যোগানিয়া আমি নাহি ছাড়ি।থোড়-কলা দিয়া মোরে তুমি লহ কড়ি ॥”
প্রভু তদুত্তরে বলিলেন, —“আমি যাহার নিকট হইতে প্রত্যহ দ্রব্যাদি গ্রহণ করি, তাহার নিকট হইতেই মূল্য দিয়া প্রত্যহ তাহা ক্রয় করিব॥’’