ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল। প্রকৃতি, নয়ন—দুই পরম চঞ্চল ॥
প্রভুর নয়নদ্বয়ের স্বভাব অত্যন্ত চঞ্চল ছিল।