এই জন্মে মোর সেবা করিলা বিস্তর।
তোমার খোলায় অন্ন খাই নিরন্তর ॥
শ্রীধরের মুখমণ্ডলে ক্রোধ না দেখিয়া ব্ৰহ্মণ্যদেব গৌরসুন্দর তাঁহার বিক্রেয় সকল দ্রব্যাদি কাড়িয়া লইতেন অথবা ব্রহ্মণ্যদেব গৌরসুন্দরের সৌম্যমূর্তি দেখিয়া তৎকর্তৃক বলপূর্বক দ্রব্যাদি-গ্রহণসত্ত্বেও শ্রীধর ক্রুদ্ধ হইতেন না।