মহাপ্রভুর আদেশ শ্রবণে শ্রীধরের মূর্ছা ও ভক্তগণের সন্তর্পণে প্রভু-সমীপেশ্রীধরকে আনয়ন—
শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূৰ্ছিত। আনন্দে বিহ্বল হই’ পড়িলা ভূমিত ॥