এই মত পাষণ্ডী মরয়ে মন্দ বলি'।
নিজ কার্য করয়ে শ্রীধর কুতূহলী ॥
গৌরসুন্দরের পার্ষদ শ্রীধর যেরূপ নির্বোধ কপটগণের কুবাক্যে কর্ণপাত না করিয়া হরিনাম প্রচারে বিরত হন নাই, তদ্রূপ শ্রীধরদাসগণও শুদ্ধ-ভক্তি-অবলম্বনে নামপ্রচার কার্যে অগ্রসর হইয়া ভগবৎসেবা-বিরোধী জড়মদোন্মত্ত সম্প্রদায়ের নিকট নানাপ্রকারে আক্রান্ত হইলে তাহাতে তাঁহাদেরও কর্ণপাত করা কর্তব্য নহে।