এই মত নবদ্বীপে আছে মহাশয়। ‘খোলাবেচা’ জ্ঞান করি’ কেহ না চিনয় ॥
থোড়-বিক্রয়কারী শ্রীধর যে অলৌকিক চৈতন্যভক্ত, তাহা কেহ বুঝিয়া উঠিতে পারে নাই।