শুনিয়া মূৰ্ছিত গঙ্গাদাস গড়ি’ যায়।
এই মত কহে প্রভু অতি অমায়ায় ॥
গঙ্গাদাস পণ্ডিতের পূর্ব ঘটনা —যাহা অপর কাহারও বিদিত ছিল না, তদ্বর্ণমুখে প্রভু বলিলেন,—যে কালে যবনরাজের অত্যাচার-ভয়-নিবারণ-কল্পে গঙ্গার তীরে গিয়া নৌকার অপ্রাপ্তিতে তোমার বিষম বিপদ্ অনুভূত হইয়াছিল, তৎকালে আমি নৌকা লইয়া কর্ণধারসূত্রে তোমাকে গঙ্গা পার করিয়া দিয়াছিলাম। সেই সকল কথা তুমি ব্যতীত আর কেহই জানে না; কিন্তু আমি উহা অবগত আছি। গঙ্গাদাস ইহা শ্রবণ করিয়া মূৰ্ছিত হইয়া গড়াগড়ি দিলেন। মায়াবদ্ধ জীবের সর্বজ্ঞতা ধর্মের অভাব আছে। প্রভু মায়াধীশ বলিয়া তাঁহার অজ্ঞেয় দুজ্ঞেয় কিছুই নাই।