তথায় অনুপস্থিত ভক্তগণকে প্রভুর আহ্বান, তাহাদের নিকট নৈবেদ্য চাহিয়া লইয়া ভক্ষণ ও তাঁহাদের পূর্ব-বৃত্তান্ত বর্ণন—
কদাচিৎ যে ভক্ত না থাকে সেইস্থানে। আজ্ঞা করি’ প্রভু তারে আনান আপনে ॥