Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 103

Language: বাংলা
Language: English Translation
  •  আনন্দসাগরে মগ্ন সব-ভক্তগণ।
    বসিয়া করেন প্রভু তাম্বুল ভোজন

     রাজরাজেশ্বর-অভিমানে অভিষেক-কালে প্রভুর তাম্বুল ভােজনাদি বিলাস-সহচর বস্তুসমূহের গ্রহণ লক্ষ্য করিয়া যদি কেহ প্রভুর অনুকরণ করেন, তাহা হইলে তাঁহার অমঙ্গল অনিবার্য। প্রসাদী মূল মস্তকে ধারণ করাই মহাজনানুমোদিত পন্থা। প্রসাদ-ছলনায় তাম্বুল গ্রহণ করিয়া জীবের উৎকট ভোগ-প্রবৃত্তি বৃদ্ধি হয়। শুদ্ধ বৈষ্ণবগণ প্রাকৃত সাহজিক হইবার পরিবর্তে অসামান্য চাতুর্যানুসরণে বিলাস-সহচর-দ্রব্যাদির দ্বারা শারীরিক উত্তেজনা স্বীকার করেন না। (ভাঃ ১/১৭/৩৮)।

Page execution time: 0.0536329746246 sec