অচিন্ত্য আবেশ সেই বুঝন না যায়। যখন যে হয়, সেই অপূর্ব দেখায় ॥
প্রভুর যখন যে প্রকার আবেশ উপস্থিত হয়, তখন তাহা পূর্বে কখনও দেখা যায় নাই বলিয়া অপূর্ব মনে হইত। উহা সাধারণের অবোধ্য এবং চিন্তাতীত-রাজ্যে। অবস্থিত।