দেখিয়া আনন্দে ভাসে শচী-জগন্মাতা। ‘বাহিরায় পুত্র পাছে'—এই মনঃকথা ॥
প্রভূর বিভিন্ন উন্মাদের ভাবসমূহ দেখিয়া জগন্মাতা শচী দেবী আনন্দে নিমগ্ন হইলেন। কিন্তু মনে মনে তাঁহার উদ্বেগের কথা এই হইল যে, প্রভু গৃহ-ত্যাগ করিয়া চলিয়া যাইতে পারেন।