কোনদিন চতুর্মুখ-ভাবে বিশ্বম্ভর।
ব্রহ্ম-স্তব পড়ি’ পড়ে পৃথিবী উপর ॥
শ্রীচৈতন্যদেব আপনাকে শ্রীব্রহ্ম-সম্প্রদায়ের অধস্তনরূপে প্রদর্শনপূর্বক বেদানুগ-স্তাবকগণের মঙ্গলের জন্য ব্রহ্ম-স্তব পাঠ করিতেন এবং আপনার বিরিঞ্চিত্ব-জ্ঞাপনার্থ লোকমধ্যে প্রচার করিতেন।