কোনদিন গোপীভাবে করেন রোদন। কারে বলে ‘রাত্রি-দিন'—নাহিক স্মরণ ॥
কোন সময় মধুর-রতির আশ্রয়োপাসকের অনুগত জনগণের নিকটে গোপীভাবের চেষ্টা-সমূহ প্রদর্শনকালে অহোরাত্র বাহ্যস্মৃতির অভাব প্রদর্শন করিয়া মাথুরবিরহাদিলীলা প্রদর্শন করেন।