Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 87

Language: বাংলা
Language: English Translation
  • মৎস্য, কূর্ম, বাহ, বামন, নরসিংহ।
     ভাগ্য-অনুরূপ দেখে চরণের ভুঙ্গ

    মর্যাদাপথের উপাস্যবস্তুরূপে বিভিন্ন বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি-সমূহ, মৎস্য, কূর্ম, বামন, নৃসিংহ, রামাদি নৈমিত্তিক পরব্যোম পতিসমূহের মূর্তি ভগবদ্ভুক্তের সেবার যোগ্যতানুসারে প্রদর্শন করিতে লাগিলেন।বিষ্ণুর বিভিন্ন মূর্তি দর্শন করিয়া ভেদবুদ্ধিবিশিষ্ট ব্যক্তিগণ তাঁহাতে দেবার কল্পনা না করেন, ইহা প্রদর্শনের উদ্দেশ্যে ভগবান্‌ বিভিন্ন স্তাবকের রুচির অনুকুলে স্বীয় নিত্য বিগ্রহ সমূহ প্রদর্শন করিয়াছিলেন। ভগবদুপাসনা পরিত্যাগ করিয়া কনক কামিনী-প্রতিষ্ঠা-লোভে যে-সকল মানব ভগবানের অনিত্যরূপ কল্পনা করিয়া নিজের ভোগের চরিতার্থতার আস্ফালন করে, তাহা হইতে মুক্ত করিবার জন্যই নিমিত্তের ছলনায় ভগবানের নিত্যমূর্তি-প্রাকট্যে প্রপঞ্চে অবতরুণলীলা প্রদর্শিত হয়। অবতারী শ্ৰীমন্মহাপ্রভুতে ঐসকল নিত্য লীলার প্রাকট্য বিভিন্ন নিত্যসেবকগণে উচ্ছলিত হইয়া তাঁহাদের আত্মবিদ্যার পরাকাষ্ঠা-লীলারূপে প্রদর্শিত হইয়াছিল।

Page execution time: 0.0617280006409 sec