মহাপ্রভু ও পার্ষদগণের পরস্পর চিত্তভাব ও ব্যবহার—
পভুও সবারে দেখে প্রাণের সমান।
সবেই প্রভুর পারিষদের প্রধান ॥
প্রত্যেক ভক্ত তাঁহার হৃদয়ের সকল প্রবৃত্তি-দ্বারা সর্বতোভাবে প্রভুর সেবা করেন। প্রভুও তাঁহাদিগের সেবা গ্রহণ করিয়া প্রত্যেককেই প্রিয়তম জ্ঞান করেন। ইহা পরিচ্ছন্ন জীবের সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না, তজ্জন্য শ্রীচৈতন্যচন্দ্রের অবতারিত্ব প্রচারিত হয়। প্রত্যেক ভক্তই নিজ নিজ রসে ভগবৎ-সেবায় আপনাদিগকে যথোচিত নিযুক্ত করিয়া ভগবানের পূর্ণ প্রীতির পাত্র হন। সকলেই জানেন,—“ভগবান আমাকে যত ভালবাসেন, এরূপ আর কাহাকেও ভালবাসেন না।’’ একের প্রাধান্য, অপরের অপ্রাধান্য-হেতু যে বৈষম্য জগতে ঈর্ষার উদ্ভব করায়, সেইরূপ বিচার শুদ্ধভক্তগণের মধ্যে স্থান পায় না।