এই মত অনেক কৌতুক প্রতিদিনে।
মর্মী-ভৃত্য বই ইহা কেহ নাহি জানে ॥
মর্মীভৃত্য—মুর্খ আধ্যক্ষিকগণ সেবাবিমুখ হইয়া ভোগবুদ্ধিতে পৃথিবীতে বিচরণ করেন। তাঁহারা বহির্জগতের অন্তরে প্রবেশ করিয়া রহস্যাত্মক সত্য উদ্ঘাটনে অসমর্থ। অন্তরঙ্গ সেবকগণই বাহিরের ধারণায় বিমুগ্ধ না হইয়া প্রকৃত প্রস্তাবে অন্তর্নিহিত সত্য উপলব্ধি করিতে সমর্থ হন।