Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 52

Language: বাংলা
Language: English Translation
  • পুত্রের বচনে শচী হরিষ হইলা।
     ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলা

    স্বপ্নবৃত্তান্ত শ্রবণ করিয়া মহাপ্রভু নিত্যানন্দকে নিজ গৃহে প্রসাদ পাইতে নিমন্ত্রণ করিলেন এবং ভিক্ষাকালে কোন প্রকার চঞ্চলতা প্রকাশ করিতে নিষেধ করিলেন । তাহাতে নিত্যানন্দ বলিলেন, ‘বিষ্ণু, বিষ্ণু’ ! পাগলেই চঞ্চলতা করে। তুমি সকলকেই নিজের মত দেখ, তুমি নিজে চঞ্চল—কুষ্ণরসে পাগল তাই জগৎ শুদ্ধ সকলকেই সেইরূপ মনে কর, আমাকেও চঞ্চল ভাব, —এইরূপ বলিতে বলিতে উভয়েই শ্রীজগন্নাথ মিশ্রের ভবনে আগমন করিলেন।

Page execution time: 0.0420899391174 sec