Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 49

Language: বাংলা
Language: English Translation
  •  তোমার বন্ধুরে মোর সন্দেহ আছিল।
     আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল

    শ্রীগৌরসুন্দর যখন বিষ্ণুপ্রিয়া-দেবীর পাচিত অন্নাদি নিবেদন করিতেন, তখন লক্ষ্য করিয়াছিলেন যে, নৈবেদ্যের অর্ধাংশ শ্রীবিগ্রহগণ গ্রহণ করিয়াছেন। তাহাতে মহাপ্রভু বলিলেন,—“আমার মনে মনে সন্দেহ হইত যে, তোমার পুত্রবধু বিষ্ণুপ্রিয়াদেবী উহা গ্রহণ করিতেন। কিন্তু তোমার স্বপ্নের কথা শুনিয়া আমার দৃঢ় প্রত্যয় হইল যে, শ্রীবিগ্রহগণ সাক্ষাৎ-নৈবেদ্যের অনেক অংশ ভক্ষণ করিয়া আমাদের জন্য অবশেষ রাখেন।’’ শ্ৰীমন্মহাপ্রভুর এই কথা শুনিয়া জগন্মাতা বিষ্ণুপ্রিয়াদেবী অভ্যন্তরে অন্যগৃহে থাকিয়া মনে মনে হাস্য করিলেন।

Page execution time: 0.0525181293488 sec