আমার ঘরের মূর্তি পরতেক বড়। মোর চিত্ত তোমার স্বপ্নেতে হৈল দড় ॥
শ্ৰীশচীদেবীর কথা শ্রবণ করিয়া মহাপ্রভু বলিলেন,—আমাদিগের গৃহের রামকৃষ্ণ-মূর্তি—বড়ই প্রত্যক্ষ দেবতা। তোমার স্বপ্ন দর্শনে আমার চিত্ত এ বিষয়ে বিশেষরূপে দৃঢ় হইল।